Monday, 1 March 2021

ভালোবাসা নিবেদনে আমি ব্যর্থ

               

                      Md Shazib Hasan

আপনারা যাহাদিগ কে মন বলিয়া গণ্য করিয়াছেন,আমার সেই মনে এক মানুষ কে স্থান দিয়াছিলাম।আমি তাহাকে আমার হৃদয় হইতে এক খণ্ড ভালোবাসা লইতে বলিয়াছিলাম।সে কি যেন কি জ্ঞান করিয়া আমার ভালোবাসার প্রস্তাব খানা প্রত্যাখ্যান করিলো।আমি নিজে নিজেই ভাবিয়া লইলাম,আমি তাহাকে আমার ভালোবাসার কথা বোঝাইতে ব্যর্থ হইয়াছি।আমি ব্যর্থতাকে পরাজিত করার লাগিয়া আমি তাহাকে তাহার জন্য আমার সমস্ত আবেগ বোঝাইতে লাগিলাম।কি জানি কি হইলো।সে আমাকে ফিরাইয়া দিলো।আমি এইবার সত্যি করিয়া ভাবিয়া পাইলাম না,কোনবা দোষের কারণে সে আমার মতো অবলা শিশুকে ফিরাইয়া দিলো।আমি তাহাতে কিঞ্চিত পরিমাণ কষ্ট না লইয়া আমি তাহাকে  আবারও বোঝাইতে ব্যস্ত হইয়া পড়িলাম।কিন্তু না,আমি এইবারও ব্যর্থ হইয়া হাল ছাড়িয়া দিলাম। আমি যাহাকে আমার ভালোবাসা নিবেদন করিয়া ছিলাম তাহাকে আমি মাদারচুদ জ্ঞান করিয়া তাহার থেকে দূরে সরিয়া পড়িয়াছি।

বিঃ দ্রঃ গুরুচন্ডালী দোষ সম্পূর্ণ মার্জনিয়।

No comments:

ভালোবাসা নিবেদনে আমি ব্যর্থ

                                       Md Shazib Hasan আপনারা যাহাদিগ কে মন বলিয়া গণ্য করিয়াছেন,আমার সেই মনে এক মানুষ কে স্থান দিয়াছিলাম।...